নলহাটি পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসে নিহত ও আহতদের পরিবারকে আদালতের নির্দেশ মতন ক্ষতিপূরণের দাবি সহ একাধিক দাবিতে নলহাটি ১ BDO ও BL&RO কে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য ক্ষেতমজুর ইউনিয়নে। আজ মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ নলহাটি গেদুয়া পাকুরতলা মোড় থেকে মিছিল করে এসে নলহাটি ১ ব্লক দপ্তরে ১ BDO ও BL&RO চার দফা দাবিতে ডেপুটেশন দিল CPIM এর শ্রমিক, কৃষক, যুব, ক্ষেতমজুর ইউনিয়ন সমূহ।