রবিবার লোকপুর থানার ভাড্ডি গ্রামে সিপিআইএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার খয়রাশোল ব্লক কৃষক সমিতির ২৪তম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন প্রয়াত নেতা দিলীপ গাঙ্গুলি ও ভূদেব বাগ্দীর নামে মঞ্চ ও নগরের নামকরণ করা হয়। সম্মেলনে ১০টি গ্রাম পঞ্চায়েত থেকে ৯৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নতুন ২৩ সদস্যের ব্লক কমিটি গঠিত হয়, যেখানে আশিষ ঘোষ সম্পাদক, অঙ্গদ বাউরি সভাপতি এবং সমীর রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন।