শারদীয়া উৎসবের শুরুতেই মহাষষ্ঠীর রাতে গ্রামীণ যাত্রাপালা পরিবেশিত হল পুরুলিয়া ২ নম্বর ব্লকের কুস্তাউর গ্রামে । কুস্তাউর সার্বজনীন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় এবং শ্রী দুর্গা অপেরার শিল্পীদের অভিনীত "মায়ের কোলে মাটির ভগবান"সামাজিক যাত্রাপালাটি রাত্রি প্রায় ১টা নাগাদ শেষ হয় ।