Sandeshkhali 1, North Twenty Four Parganas | Aug 22, 2025
হারিয়ে যাওয়া তিন নাবালিকাকে উদ্ধার করে ন্যাজাট থানা থেকে শুক্রবার দুপুর দুটো নাগাদ পাঠানো হলো বসিরহাট আদালতে গত বুধবার ন্যাজাট থানার অন্তর্গত তালতলা এলাকা থেকে তিন নাবালিকা নিখোঁজ হয়ে যায়। তারপর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানোর পরেই পুলিশ তদন্ত নেমে বৃহস্পতিবার রাতে ন্যাজাট থানার অন্তর্গত হাতগাছি এলাকা থেকে ওই তিন নাবালিকাকে উদ্ধার করে। ওই দিন নাবালিকা একটি আত্মীয়র বাড়িতে ছিল বলে জানা গ