পুলিশ দিবসে পুলিশদের সোমবার সম্মান জানালো সাংবাদিকরা। তারা এদিন আউশগ্রাম থানায় আনুমানিক রাত ৯টা নাগাদ জেলা পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি সুব্রত মন্ডলের হাতে ফুলের তোড়া ও স্মারক তুলে দেন। সম্মাননা প্রদান করা হয় আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, গুসকরা ফাঁড়ির পুলিশ বিশ্বনাথ দাস, ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস, গুসকরা আবগারি ওসি উত্তম মাহাতো সহ অনান্য পুলিশ কর্মীদের। আর আজকের দিনে সাংবাদিকদের থেকে এমন সম্মাননা পেয়ে আপ্লুত পুলিশ আধিকারিকরা।