তপন ব্লকের ৫ নং দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের জাজিহার গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোররাতে দাড়ালহাট থেকে তপন যাওয়ার রাস্তার পাশের ধানক্ষেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ২৫ বছরের আশিক সরকারকে। স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন দ্রুত তাঁকে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত আশিকের বাড়ি মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর মহুকুড়ি এলাকায় হলেও তিনি দাড়ালহাটে দাদুর বাড়িতে থাকতেন। আশিকের দ