গত কয়েক বছরের মতো এবারও মৃণাল কান্তি মেমোরিয়াল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে মালদার ইংরেজবাজার ব্লকের 'কোতুয়ালিতে।কোতুয়ালির টিপাজানি মৃণালকান্তি মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনি ও রবিবার। তাই টুর্নামেন্টকে ঘিরে শুক্রবার দুপুর ১২ টা নাগাদ জোরদার প্রস্তুতির ছবি নজরে এল কোতুয়ালি নেতাজি ময়দানে। প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা তথা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল।