বুধবার বিকেল ৪'টে নাগাদ রাকেশ সিংকে পেশ করা হলো শিয়ালদা আদালতে। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রাকেশের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর আগে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়, যাঁদের মধ্যে রাকেশের ছেলে শিবম সিংও রয়েছেন। বাকি তিনজন হলেন বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর ও দিব্যেন্দু সামন্ত। এঁরা সকলেই ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দাবি তদন্তকারীদের।