শনিবার বারবিশায় ব্রহ্মাপুজো অনুষ্ঠিত হল। বারবিশার কুমারগ্রাম রোড ব্রহ্মাপুজো কমিটির ব্যবস্থাপনায় ওই পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন নিয়ম-নিষ্ঠা সহকারে পুজো অনুষ্ঠিত হয়েছে। পুজো শেষে সন্ধ্যা নাগাদ সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিলি করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৩ সালের আগস্ট মাসে এবং ২০২৫ সালের এপ্রিল মাসে বারবিশার কুমারগ্রাম রোডে অগ্নিকাণ্ডে এলাকার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীরা মিলে ব্রহ্মাপুজো কমিটি তৈরি করেন।