খোয়াই থানার অন্তর্গত মধ্য গণকী গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ২ নং ওয়ার্ড এলাকা বড় একটি পুকুরের মধ্যে এলাকা বাসি ভাসমান এক মৃত দেহ দেখতে পায়। দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয় পুকুরের মালিক কে। এই ঘটনা খবর ছড়িয়ে পড়তেই এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত ব্যক্তি সনাক্তককরণ করা হয় মৃত ব্যক্তির নাম সমীর দাস।