প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পড়ুয়ারা। পার্ক সার্কাসের ডন বসকোর অনিরুদ্ধ চক্রবর্তী প্রথম হয়েছেন। প্রসঙ্গত পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেলেও ওবিসি জটে বারবার ফল প্রকাশ আটকে যায়। রাজ্যের তৈরি করা ওবিসি তালিকায় সম্মতি ছিল না কলকাতা হাইকোর্টের। পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। আজ, শুক্রবার সেই মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তারপরই প্রকাশ করা হল ফল।