পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে পদ্মমালা সেতুর কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুজন। তাদের নাম সঞ্জয় দাস ও রিয়াজ ঘরামি। দুজনেরই বাড়ি পদ্মমালা চাপড়া এলাকায়। আজ ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।