শীতলকুচির শালবাড়ি সীমান্তে নছির মিয়া নামে এক ভারতীয়কে আটক করার অভিযোগ উঠলো বিজিবির বিরুদ্ধে। শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চল অন্তর্গত শালবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে নছির মিয়ার জমিতে বাংলাদেশিদের গবাদি পশু জমির ফসল নষ্ট করে।এরপর নছির মিয়ার ওই গবাদি পশুর পিছু নিয়ে গবাদি পশুর মালিকের বারিতে গেলে বাংলাদেশী লোকজন ভারতীয় ওই ব্যক্তিকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় । ভারতীয় বিএসএফ ওই ব্যক্তিকে ফেরাতে উদ্যোগী নিলেও এখন ওই ব্যক্তি ফিরে আসেনি।