সারা ভারত কৃষক সভা নলহাটি ১ নং ব্লকের ১৪ তম সম্মেলন অনুষ্ঠিত হলো সোনার কুন্ডু হাই স্কুলে, আজ রবিবার সকাল ১০টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের সোনার কুন্ডু গ্রামে এই সম্মেলনে উপলক্ষে করা হয় একটি মিছিল, মিছিল শেষে সোনার কুন্ডু হাই স্কুলের দলীয় পতাকা উত্তোলন করে সূচনা করা হয় সারা ভারত কৃষক সভার ১৪ তম সম্মেলনের।আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যে সম্পাদক মন্ডলীর সদস্য তথা বীরভূম জেলা সম্পাদক কমরেড অরূপ বাগ।