মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের যুবক ইসমাইল হক ওরফে কিরণ (৩০) কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিলেন। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। দুদিন পর গলা কাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পৌঁছায় পরিবারে, আর তাতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। পরিবারের অভিযোগ, ইসমাইলকে এক কন্টাক্টার নতুন কাজ দেখার কথা বলে রাজস্থানে ডেকে নিয়ে যায়। সেই সঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বকেয়া মজুরি চাওয়ার কথাও ছিল। ইসমাইলের আগে ব্যাঙ্গালোরে কাজের অভি