ফুল নয়, চিপস-টিফিনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে আনল পরিবার— অভিনব উদযাপনে মেতে উঠল জলঙ্গি হরি ভক্তপুর বিয়ের দুই বছর পর ঘরে এল প্রথম পুত্র সন্তান— আবু শাহিন শেখ ও তাঁর স্ত্রীর কোলে এসেছে খুশির বার্তা। নবজাতকের নাম রাখা হয়েছে আরশ শেখ। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে পরিবার বেছে নিল এক অভিনব উদযাপন। ফুল নয়, শিশুকে ঘরে আনার জন্য গাড়ি সাজানো হল কুরকুরির প্যাকেট, চিপস আর টিফিন খাবারের মোড়কে! শুক্রবার দুপুরে ডোমকলের এক বেসরকারি নার্সিংহো