আলিপুরদুয়ার -১ ব্লকের উত্তর শিমলাবাড়ি এলাকায় এক সপ্তাহ থেকে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকায় একটি চিতাবাঘ আসছে।সেই চিতাবাঘ আক্রমণ করছে গ্রামের ছাগল গুলোকে।রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদও একটি ছাগলের মৃত্যু হয় চিতাবাঘের হানায়।উত্তর শিমলাবাড়ি এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে চিতাবাঘ জঙ্গলে ফেরানোর জন্য বন দপ্তরের খবর দেওয়া হয়েছে।