গতকাল ২৮ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সন্ধ্যের দিকে। জানা যায় পাইকর থানার অন্তগত মুগলিসপুর মোড়ে।মুরারই দিক থেকে একটি টোটো করে অবৈধ্য চোলাই মদ পাইকরে দিকে যাচ্ছিল।পাইকর থানা পুলিশ গ্রোপন সূত্রে খবর পেয়ে একটি টোটো ও 200লিটার অবৈধ্য চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার আনুমানিক সকালের দিকে।পাইকর থানার পুলিশের পক্ষ থেকে। ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।