সারা রাজ্যের পাশাপাশি দেশজুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গার ছবি মেতে উঠেছে বাঙালিরা। আজ মহা অষ্টমী, মহা অষ্টমীর অঞ্জলীর পর ছিল সন্ধিপুজো। কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের বেলপুকুর পন্ডিত বাড়িতে রীতিনীতি মেনে দুর্গা পুজোর সন্ধিপূজা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্যরা। exd