মানবতা নজির, নগদ টাকা পেয়েও পুলিশের সহায়তায় সোমবার সেই টাকা ফেরালেন এক ব্যাক্তি। বলরামপুর থানার ওসির উপস্থিতিতে বাগমুন্ডি থানার বিদ্যুৎ কুমারের হাতে সেই টাকা ফিরিয়ে দেন রঞ্জিত মর্দনা।টাকা ফেরত পেয়ে বলরামপুর থানার পুলিশ এবং রঞ্জিতবাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎ কুমার।