উন্নতমানের ১১ রকম সবজি চাষের বীজ বিতরণ জেলা জুড়ে হাজারও চাষিদের।সঠিক সময়ে জেলার কৃষকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে বিনামূল্যে ১১ রকম উন্নতমানের সবজি চাষের বীজ দেওয়া হল শুক্রবার দুপুর একটা নাগাদ ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে। সবজি চাষের ক্ষেত্রে কৃষকদের সর্বাধিক খরচ পড়ে বীজ কেনার জন্য। ফলে অনেক কৃষকরা পিছু পা হন সবজি চাষের ক্ষেত্রে। তবে কয়েক বছর থেকে জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের সবজি চাষের বীজ পেয়ে খুশি চাষি।