নলহাটি দুই 'নম্বর ব্লকে সারা ভারত কৃষক সভার ডাকে দেওয়া হয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিও র নিকট ডেপুটেশন।লোহাপুর থেকে বিশাল মিছিল করে এই ডেপুটেশন দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক কমরেড আনারুল হক , সারা ভারত কৃষক সভার সম্পাদক কমরেড অমর কর্মকার,সভাপতি কমরেড আব্দুস সালাম , গণআন্দোলনের নেতৃত্ব কমরেড খাইরুল হাসান, জেলা কমিটির সদস্য কমরেড সঞ্জীব মল্লিক