বৃদ্ধা মাকে করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। ওই বৃদ্ধাকে শনিবার সকালেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি দীর্ঘক্ষণ মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এরপর প্রতিবেশীদের সহায়তায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধা। এরপর পুলিশ ওই বৃদ্ধাকে সঙ্গে করে বাড়িতে দিয়ে আসে। আগামীতে এমনটা যাতে না হয়, তার আর্জি ওই বৃদ্ধা পুলিশের কাছে জানিয়েছে। যদিও বা তার ছেলে ওই অভিযোগ অস্বীকার করেছে।