চার দফা দাবিতে সাব্রুম মহকুমা চাসকের নিকট প্রতিনিধিমুলক ডেপুটেশন প্রদান করেন সিপিআই(এম) সাব্রুম মহকুমা কমিটি।১২ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকায় প্রতিনিধি মুলক ডেপুটেশন প্রদান করা হয়।সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের অফিস বর্তমান স্থান থেকে স্থানান্তরিত করা যাবে না,অবিলম্বে সাব্রুম মহকুমা কারাগারটি চালু করা,সাব্রুম নগর এলাকার রাস্তাগুলি সংস্কার, জল নিস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করা সহ চার দফা দাবিতে সাব্রুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়