সাধারণ মানুষের সঙ্গে বন দফতরের সম্পর্ক আরও দৃঢ় করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল খড়গপুর বন বিভাগ। শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের মাঠে দুদিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নয়াগ্রাম, চাঁদাবিলা ও কেশররেখা বনাঞ্চলের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন খড়গপুর বনবিভাগের ডিএফও মনিষ কুমার যাদব, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ।