আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প সফল করতে হাড়োয়া ব্লকের গোপালপুর ২নং অঞ্চলের আমতা ২৭২ নং বুথের কর্মীদের নিয়ে বিশেষ একটি কর্মীসভা করলেন গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাগবুল কালাম মুন্সী।আগামী দিনে অনুষ্ঠিত আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পকে সফল করতে শনিবার সন্ধা সাতটা থেকে রাত নটা পর্যন্ত এই বিশেষ কর্মী সভা বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি বাগবুল কালাম মুন্সী সহ অন্যান্যরা।