মেদিনীপুর শহর তথা মেদিনীপুর পৌর এলাকার ব্যবহৃত দূষিত জল, যা এতদিন কংসাবতী নদীতে গিয়ে পড়তো, এবার সেই জল পরিশোধিত করে নিজেদের তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারখানায় কাজে লাগানোর উদ্যোগ নিল জিন্দাল কর্তৃপক্ষ। মেদিনীপুরের নিকাশী নালা থেকে সেই জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে শালবনির জিন্দাল তাপবিদ্যুৎ এর কারখানাতে। প্রস্তাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভায়। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌরসভা।