শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত হলো বিজেপির সংবর্ধনা সভা। এদিনের সংবর্ধনা সভা শেষে ঝাড়গ্রামের এক চিকিৎসক সহ এলাকার বেশ কয়েকজন মহিলা বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্যরা।