মহাসপ্তমীর পূণ্যলগ্নে উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির হরিণা পাশদলবাড় সংসদে অপরাহ্নের আলো ট্রাস্টের প্রবীণদের নিয়ে দীঘা জগন্নাথ মন্দির সহ বিভিন্ন মন্ডপ প্রতিমা ও দীঘা সমুদ্র সৈকত পুজো পরিক্রমা করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতি সহ ট্রাস্টের সভাপতি, শুভরম্ভে উপস্থিত ছিলেন উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, স্বপন পন্ডা সম্পাদক কাজলা জনকল্যান সমিতি, নন্দদুলাল মাইতি প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত