Download Now Banner

This browser does not support the video element.

তেলিয়ামুড়া: কল্যাণপুর বাজারের আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার দোকানটি তেঃমুড়া মহকুমা প্রশাসন অনিষ্টকালের জন্য বন্ধ করে সিল করে দেয়

Teliamura, Khowai | Sep 8, 2025
সোমবার সকাল নাগাদ এক গ্রাহক কল্যাণপুর বাজারের আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার দোকান থেকে খাবার খেয়ে অসুস্থ হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয়। এই খবর পেয়ে ঐ দোকানে যায় তেঃমুড়াSDMসহ কল্যাণপুরের পুলিশ। ঘটনা তদন্ত করে সত্যতা পায় তেঃমুড়াSDM অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। দুপুর২টা৩০মিনিট নাগাদ তেঃমুড়া মহকুমা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য দোকানটি বন্ধ করে সিল করে দেয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us