শরৎ মানেই পুজোর মাস। আর সেই শুরুটা হয়ে গেল সোমবার বিকেলে পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া স্বরস্বতী ক্লাবের পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে।২৭তম বর্ষে পদাপর্ণকরা এই মেগা গণেশ পুজোর নিতুড়িয়ার ইসিএল মাঠে প্রদীপ প্রজ্বলনের ও ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত।সাথে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতিপতি তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুজয় ব্যানাজী,পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর সহদেব মাহাত সহ অন্যান্যরা।