কালা দিবস পালন কুড়মি সমাজের। শনিবার জামবনি, চিল্কীগড় সহ পুরো জামবনি ব্লক জুড়ে কালা দিবস উপলক্ষে আয়োজিত হল বিশাল বাইক রেলি। জানা গেছে দিনটি ছিল ১৯৫০ সালের ৬ ই সেপ্টেম্বর। এই দিনেই অন্ধকার নেমে এসেছিল কুড়মি সম্প্রদায়ের মানুষদের জীবনে। কোনও অজ্ঞাত কারণেই ST তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল কুড়মি সমাজের মানুষ জনদের। তারপর থেকেই প্রতিবছর এই দিনটি কালা দিবস হিসেবে পালন করে থাকেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন।