রেজিনগরে ৩৯টি অবৈধ গৃহস্থালী গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত পুলিশের এদিন গোপন সূত্রের খবরে ভিত্তিতে, ডিইবি, মুর্শিদাবাদ রেজিনগর থানার অধীনে মোরাদিঘির সম্লগ্ন বাসস্থানে অভিযান চালায়। তল্লাশির সময়, বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি গৃহস্থালী গ্যাস সিলিন্ডার, একটি রিফিলিং মেশিন এবং একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।