ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের কেরানিপাড়ায় দুইপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগের জন্য বৈদ্যডাঙ্গি নদীর উপর বাশের সাকোই ভরসা।প্রতিদিন দুইপাশের প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাশের সাকোর উপর দিয়ে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা তাদের বিভিন্ন প্রয়োজনে ঝুকি নিয়ে যাতায়াত করছে। ফলে প্রতিদিন কেউ না কেউ সাইকেল অথবা বাইক নিয়ে এই বাশের সাকোর উপর দিয়ে যেতে গিয়ে নদীর মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।