সিন্দ্রি চাশমোড়ে অনুষ্ঠিত হলো করম নাচের অনুষ্ঠান। আজকে এই করম নাচকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল এদিন দুপুরে সিন্দ্রি চাষ মোড় এলাকায়। পুরুষ এবং মহিলা উভয়েই এই অনুষ্ঠানে গরম নাচে অংশগ্রহণ করেন ।সেই চিত্র তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে ।এছাড়াও এই করম নাচে অংশগ্রহণ করেছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতিরসহ জেলার অন্যান্য নেতৃত্বরা।