পান্ডুয়ার খন্যান জি টি রোডে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করল চিকিৎসক। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এদিন পান্ডুয়ার খন্নানে একটি বালি খাদে মাছ ধরতে এসেছিল সপ্তগ্রামে তেঘরিয়ার বাসিন্দা সীমান্ত মালিক রাকেশ কর্মকার এবং পরিমল সরকার নামে তিন ব্যক্তি। সন্ধ্যায় মাছ ধরা শেষে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল জি টি রোড দিয়ে। এমন সময় খন্নানের রায়পাড়া সংলগ্ন এলাকায় একটি,,