বাসন্তীতে রাজনৈতিক ষড়যন্ত্র হেনস্তা থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্যের। গোসাবা বিধানসভা মসজিদবাটি এলাকার ঘটনা। পঞ্চায়েত সদস্য মাধব হালদার কে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সদস্য মাধব হালদার। সূত্রের খবর তার নিজের বুথেও তৃণমূল হেরেছে গত লোকসভা ভোটে। মাধবের উপর মানষিক অত্যাচার,প্রাণনাশের হুমকি চলছে, শুক্রবার ১১ টার সময় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে।