কৃষক স্বার্থবিরোধী নয়া কৃষিনীতির বিরুদ্ধে,স্মার্ট প্রিপেড মিটার বাতিল,বিদ্যুৎ সংশোধনী বিল 2022 প্রত্যাহার ,কৃষিতে বিনা পয়সার বিদ্যুৎ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বারো দফা দাবিতে শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে কৃষক ধর্ণা ও জেলাশাসককে ডেপুটেশন দিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। মূলত বিদ্যুতের বিল নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্মার্ট মিটারের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের।