সোমবার সারা রাজ্যের পাশাপাশি তুফানগঞ্জ শুরু হয় উচ্চমাধ্যমিকের প্রথম দিনের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এদিন ছিল বাংলা পরীক্ষা। সকাল দশটায় শুরু হয় পরীক্ষা এবং শেষ হয় ১১:১৫ মিনিটে। তুফান গঞ্জে চারটি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। জোরাই, বকশিরহাট, তুফানগঞ্জ এবং চিলাখানা। শুধু তুফানগঞ্জ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২৫৪ জন এবং গোটা মহকুমায় মোট পরীক্ষার্থী ২৪৮৯ জন এবং পরীক্ষা দিয়েছে ২৪৬২ জন।