কালনা-২ ব্লকের অর্জুনা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে ১৬০ নম্বর বুথ সম্পাদক আব্দুল জলিল শেখের বাড়ি লক্ষ্য করে বোম ফাটানোর অভিযোগ উঠেছে নতুন যুব সভাপতি মহম্মদ আমানত আলির অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় বাড়ির মহিলা সদস্যরা বাইরে এসে প্রতিবাদ জানাতেই তাদের হুমকি ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। বোমার বিকট আওয়াজে জলিলের পরিবারের এক ক্ষুদে সদস্য আতঙ্কে কান্নাকাটি শুরু করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।