বুধবার বিকেল পাঁচটার সময় কালাগছ 31 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে উল্টে গেল টোটো স্থানেদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল দশা কালাগছ ৩১ নং জাতীয় সড়কের আন্ডার পাস সংলগ্ন সার্ভিস রোডের নিত্যদিন যানবাহন চালকদের বেহাল দশার দরুন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় তাদের, এমন বেহাল অবস্থা দিয়ে চলাফেরা করতে টোটো বাইক উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বহুবার। তবে সার্ভিস রোড মেরামতের কোনরূপ হেলদোল নেই ন্যাশনাল হাইওয়ে অথরিটির। বাধ্য হয়ে রং সাইড দিয়ে চলাফেরা করত