ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দি এলাকায় স্ত্রীকে খুনের অপরাধে গ্রেফতার হওয়া স্বামী রমেশ রায় কে পাঠানো হলো জলপাইগুড়ি জেলা আদালতে। গতকাল ময়নাগুড়িতে স্ত্রীকে খুন করে স্ত্রীর দেহাংশ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন স্বামী রমেশ। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও পরবর্তীতে গতকাল স্ত্রী খুনের অপরাধে রমেশ রায়কে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার গ্রেফতার হওয়ার পরই পুলিশ দীর্ঘক্ষণ জেরা করে ধৃত রমেশ রায়কে।