স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সদস্য উন্নয়ন তহবিল থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ----/হাতে গোনা আর কয়েকদিন পর বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব।দুর্গা পূজার আনন্দে সকলে মেতে উঠতে চায়। কিন্তু সকলের পক্ষে নতুন বস্ত্র পরিধান করে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে না আর্থিক কারণে। তাই এম ডি সি বিদ্যুৎ দেববর্মা এগিয়ে আসে দুঃস্থদের মধ্যে।