Barasat 1, North Twenty Four Parganas | Sep 8, 2025
একাধিক দাবি নিয়ে বারাসাতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কিষান খেত মজুর সংগঠনের সদস্যরা স্মার্ট মিটার বাতিল করতে হবে, পুরনো মিটার ফিরিয়ে দিতে হবে। জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা দিতে হবে, শহর ও গ্রামাঞ্চলে নিকাশি ব্যবস্থা দ্রুত করতে হবে এইরকম একাধিক দাবি তুলে আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের সদস্যরা। আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়