কলেজে যাওয়ার পথে মালদা থেকে নিখোঁজ অধ্যাপক অবশেষে কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকার থেকে উদ্ধার গ্রেফতার পাঁচ। মালদার ইংরেজবাজার বাসিন্দার তাপস মন্ডল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যাপক গত সোমবার মালদা টাউন স্টেশন থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। অধ্যাপকের স্ত্রীর কাছে কোটি টাকার মুক্তি পঞ্চয়ে ফোন আসে। পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত নেমে পুলিশ কাঁথির জুন পুট কোস্টাল থানা এলাকায় অপ্রত অধ্যাপককে রাখা হয়েছে বলে জানতে পারে।