বামনগোলা ---বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো বামনগোলা ব্লক কমিউনিটি হলে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকা বামনগোলা ব্লকে উদযাপিত হল আদিবাসী দিবস। এই আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি হলে উপস্থিত অতিথিদের বরণ করার পর। পন্ডিত রঘুনাথ মুমু,সিদো কানু, ফুলো মুর্মু ও ঝানো মূর্মুর,ছবিতে মাল্যদান করার পাশাপাশি, প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রজেক্টার এর মধ্যে দিয়ে দেখানো হ