২০২৬বিধানসভা নির্বাচনের আগে এই ছাত্রসমাবেশ খুব তাৎপর্যপূর্ণ,কোচবিহারে বললেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী।উল্লেখ্য ২৮শে আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রয়েছে ছাত্র সমাবেশ। আর এই ছাত্র সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে সায়নদীপ গোস্বামী জানান, আগামী পরশুদিন থেকে কোচবিহার জেলার সমস্ত স্টেশন থেকে ছাত্ররা কলকাতার উদ্দেশ্যে রওনা হতে শুরু করবেন।