তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের শিববাটি গ্রামে। ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তারপর দেহটি ময়নাতদন্তের পর এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ জানিয়েছে, শিববাটি গ্রামের বাসিন্দা মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা মাজি(১৮)। এদিন নিজেদের গোয়ালঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।