রাস্তার মধ্যে কুড়িয়ে পাওয়া সোনার গহনা পাসপোর্ট পরিচয় পত্র পাওয়া ব্যাগ মালপুলিসের মাধ্যমে এক বাংলা দেশি নাগরিকে তুলে দিল ডামডিমের এক দম্পতি। ঐ ব্যাগের মধ্যে ছিল কিছু সোনার গহনা ও তিনটি পাসপোর্ট ও পরিচয় পত্র। জানা গিয়েছে, ডামডিম বাজারের বাসিন্দা চন্দ্র ভূষণ গুপ্তা এবং তার স্ত্রী বীণা গুপ্তা ওদলাবাড়ি ডন বস্কো স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তখনই ওদলাবাড়ি রেলওয়ে ওভারব্রিজের কাছে পড়ে থাকতে দেখেন একটি ব্যাগ।