শনিবার থেকে বর্ধমানের কালেক্টরেট মাঠে শুরু হল ১৪ তম প্রাক্ পূজা তাঁত বস্ত্র মেলা - ২০২৫। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা তন্তুজের চেয়ারম্যান স্বপন দেবনাথ। এদিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েষা রাণী এ., জেলা পুলিশ সুপার সায়ক দাস, রাজ্য তাঁত বস্ত্র দপ্তরের অতিরিক্ত ডিরেক্টর সন্দীপ নাথ সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।